সালতামামি

মেঘের জাদু অবশ করে, সূর্য ঢাকে কালো
ঝুপসি রাতের মাঝখানে আজ বিদ্যুত চমকালো!
বৃষ্টি পড়ে ঘরে আমার বৃষ্টি চোখের জলে,
মনে পড়ল তোমায় আবার তোমায় পড়ল মনে.
মনকে আমি ভয় করিনে,ধনেখালির চর,
রাতপাখিদের গভীর ডাকে ডুবছে তেপান্তর
শালুক ফুলে হাঁটলে মেয়ে রক্ত পাতায়, জলে —
রাক্ষুসী এক রানীর প্রাসাদ নীল পাহাড়ের কোলে– 
এসব কথা বলতে চেয়ে হলুদ বনে যাওয়া,
পুঁচকে  মেয়ের নাক চাবিটা হঠাৎ  খুঁজে পাওয়া
পাপ পুণ্যের হিসেব নিকেশ নতুন করে শেখা
সব গল্পের শেষেই  কেমন উল্টো করে লেখা !
কোনখানে যে বৃষ্টি পড়ে, কোনখানে যে আলো,
কোনখানে যে সুওরানীর একটুখানি ভালো?
বৃষ্টি ঝরে অঝোর ধারে  ঝাপসা পুকুর পাড়ে… 
হঠাৎ  কেন মিথ্যে এমন তোমায় পড়ল মনে!

Published by purnachowdhury

I am a person of and for ideas. They let me breathe.

Leave a comment