সালতামামি

মেঘের জাদু অবশ করে, সূর্য ঢাকে কালোঝুপসি রাতের মাঝখানে আজ বিদ্যুত চমকালো!বৃষ্টি পড়ে ঘরে আমার বৃষ্টি চোখের জলে,মনে পড়ল তোমায় আবার তোমায় পড়ল মনে.মনকে আমি ভয় করিনে,ধনেখালির চর,রাতপাখিদের গভীর ডাকে ডুবছে তেপান্তরশালুক ফুলে হাঁটলে মেয়ে রক্ত পাতায়, জলে —রাক্ষুসী এক রানীর প্রাসাদ নীল পাহাড়ের কোলে– এসব কথা বলতে চেয়ে হলুদ বনে যাওয়া,পুঁচকে  মেয়ের নাক চাবিটা হঠাৎ  খুঁজে পাওয়াপাপ পুণ্যের হিসেব নিকেশ নতুন করে শেখাসব গল্পের শেষেই  কেমন উল্টো করে লেখা !কোনখানে যে বৃষ্টি পড়ে, কোনখানে যে আলো,কোনখানেContinue reading “সালতামামি”