
যত্ন সহকারে বেঁচে থাকি –
নিতান্তই আশ্রমিক সহকার শাখা
বিপন্ন বিস্ময় কিছু আছে
লাল নীল বেগুনী মোড়কে
সুখ, তুমি জেগে থেকো, জননী জাহ্নবী !
কাঠ, খড়, স্নায়ৰ ক্ষিপ্রতা
বিজ্ঞাপন, মোমের পুতুল
শব্দে শব্দে ছুটে শুধু গোল্লা ছুট খেলা:
পুড়ে যাওয়া শুধু পুড়ে যাওয়া…
অতঃপর নীলগিরি, বিকল্পে ইতিহাস আছে ।
(রাণীর জন্মদিন, সেটা যেন কবে?)
সুখ, তুমি বালিকা এখন।
সুখ, তুমি বালিকা এখন।
এসো কাছে বসো
জল দেব, ফল দেবো, ছায়া নেই –
কমলিনী, ছায়া ভিক্ষা করি!
বিনিময়ে শরীর চন্দন
সেখানে কি পেতেছো হৃদয় ?
শস্ত্র ছেঁড়েনি তাকে আজো?
Advertisements
Pingback: সুখ, তুমি | Methinks…